প্রকাশিত: Sat, Dec 23, 2023 10:53 PM
আপডেট: Sun, May 4, 2025 4:12 AM

[১]নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়া জয় বাংলাদেশের

সাঈদুর রহমান: [২] বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিলো নিউজিল্যান্ড। তৃতীয় ও শেষ ম্যাচটি ছিলো বাংলাদেশের সম্মান রক্ষার ম্যাচ। এই ম্যাচে শুধু ঘুরে দাঁড়িয়েছে তাই নয়, নিউজিল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করেছে শান্ত-মিরাজরা। স্বাগতিকদের বিরুদ্ধে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে লাল-সবুজের দেশ। সেই সঙ্গে ২১তম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে জয়ের খরা কাটিয়েছে বাংলাদেশ।

[৩] শনিবার নেপিয়ারে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে শরিফুল, সাকিব ও সৌম্যর বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটের বড় জয় পায় টাইগাররা। কিউইদের টপ অর্ডারের তিন ব্যাটারকে আউট করে ম্যাচ সেরা হয়েছে তানজিম হাসান সাকিব।

[৪] সহজ লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই টাইগার ওপেনার সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। তবে ৪ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন সৌম্য। এরপর অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এনামুল হক বিজয়। ৩৩ বলে ৩৭ রানে ইনিংস খেলে সাজঘরে ফেরেন বিজয়। অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন শান্ত। তার ৪২ বলে অপরাজিত ৫১ রানে ভর করে ৩৪ ওভার ৫ বল ও ৯ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

[৫] এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোচট খায় নিউজিল্যান্ড। ৮ রান করে রাচিন রাবিন্দ্র আউট হলে, এরপর টম লাথামকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন উইল ইয়ং।

[৬] কিউই অধিনায়ক ২১ এবং ইয়ং ২৬ রানে আউট হলে, বিপাকে পড়ে স্বাগতিকরা। বাকিরা যোগ দেন আশা যাওয়ার মিছিলে। টম ব্লান্ডেন (৪), জস ক্লার্কসন (১৬), অ্যাডম মিলনে (৪), আডিথিয়া আশোক (১০) ও উইলিয়াম ১ রানে আউট হলে ১৮ ওভার ২ বল হাতে থাকতেই ৯৮রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

[৭] বাংলাদেশের শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও সৌম্য সরকার তিনটি করে উইকেট নেন। এছাড়াও মোস্তাফিজুর রহমান এক উইকেট নেন। ম্যান অব দ্য সিরিজ হয়েছে নিউজিল্যান্ডের উইল ইয়ং আর ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব। সম্পাদনা: এল আর বাদল